Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

বিশ্বের অবাক করা দুই জাদুঘরের খবর

জাদুঘরে ঘুরতে কে না ভালবাসে? এই পৃথিবীর নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিখ্যাত কত শত জাদুঘর। লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম, ফ্রান্সের লুভর, মাদ্রিদের প্রাভো- মিউজিয়ামের নাম বলে শেষ করা যাবে না। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক পরিদর্শন করতে আসে বিখ্যাত এইসব জাদুঘর। এদের মধ্যে কিছু জাদুঘর রয়েছে বেশ বৈচিত্র্যময়। বিশ্বের বিভিন্ন প্রান্তে মজাদার সব বিষয় নিয়ে তৈরি হয়েছে আশ্চর্য সব জাদুঘর। তেমনি দুইটি জাদুঘর হচ্ছে লন্ডনে অবস্থিত হাতপাখার জাদুঘর আর অন্যটি প্যারিসে অবস্থিত ড্রেনেজ মিউজিয়াম। মানুষের অদ্ভুত সব খেয়ালে তৈরি এই জাদুঘর দুইটি একবার ঘুরে আসি চলুন।

হাতপাখার জাদুঘর

হাতপাখার এই অসাধারণ জাদুঘরটি দেখতে পাওয়া যাবে লন্ডনের গ্রিনউইচে। গ্রিনউইচ পার্ক ও গ্রিনউইচ থিয়েটারের খুব কাছেই অবস্থিত লন্ডনের প্রাণকেন্দ্রে সতের শতকের হেরিটেজ বাড়িগুলোর একটায় ১৯৯১ সাথে এই জাদুঘর উদ্বোধন করা হয়। খুব ছোট পরিসরে জাদুঘরটি তৈরি হলেও এখানে প্রচুর হাতপাখার সংগ্রহ রয়েছে। জাদুঘরটির একদম নীচতলায় স্থায়ীভাবে একটি সংগ্রহশালা ও বিক্রির আয়োজন রাখা হয়েছে। দ্বিতীয় তলায় অস্থায়ীভাবে দর্শকদের জন্য হাতপাখা প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

লন্ডনের গ্রিনউইচে অবস্থিত হাতপাখার মিউজিয়াম। ছবি সূত্র: sequinsandcherryblossom.com

প্রাচীনকালের বিভিন্ন সময় থেকে শুরু করে আধুনিক কালে হাতপাখার যে বিবর্তন ঘটেছে তা অত্যন্ত নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে এখানে যা এক কথায় অসাধারণ।

চিত্রকলার মাধ্যমে হাতপাখার বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে জাদুঘরে। Source: sequinsandcherryblossom.com

একসময় নানা আচার উৎসব এবং সমাজের গণ্যমান্য ও উচ্চবিত্ত মানুষদের মেলামেশার অনুষ্ঠানে বিশেষত বিত্তবান মহিলাদের হাতে শোভা পেত অনন্যসুন্দর নানা ধরনের হাতপাখা।

মিউজিয়ামে ঢোকার প্রবেশপথ। Source: sequinsandcherryblossom.com

হাতপাখার বিবর্তনের ইতিহাস আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে। এমনকি গ্রিক রোমানদের যুগেও এই হাতপাখার প্রচলন ছিল।

দর্শকদের জন্য প্রদর্শিত সেসময়ের সব হাতপাখা। Source: sequinsandcherryblossom.com

প্রথম দিকটায় পাখাগুলো ছিল একটা সম্পূর্ণ অংশ। ভাঁজ বা ফোল্ডিং পাখা এসেছে আরো অনেক পরে। ইউরোপীয় বণিকরা প্রথম এই ধরনের পাখা নিয়ে আসে চীন ও জাপান থেকে।

জাদুঘরে দর্শকদের জন্য প্রদর্শিত প্রাচীন সব হাতপাখা। Source: sequinsandcherryblossom.com

তখন এসব পাখা বেশ দুর্মূল্যই ছিল। এগুলোতে ব্যবহার করা হতো মণিমুক্তো ও হাতির দাঁত। সোনা-রুপোর পাত বসানো হাতপাখাগুলোয় নিপুণ হাতে শিল্পীরা আঁকতেন সেই সময়ের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক চেতনা কিংবা ধর্মীয় নানা কাহিনী, ফুল লতাপাতাসহ সমসাময়িক নানান বিষয়াবলী।

আঠারো শতকের গোড়া থেকে ইউরোপে হাতপাখা তৈরি শুরু হয়। তবুও চীন থেকে আসা পাখার আবেদন তখনও ছিল তুঙ্গে। লন্ডনের গ্রিনউইচের এই মিউজিয়ামের প্রদর্শনীতে যে পাখাগুলো স্থান পেয়েছে তার ঐতিহাসিক মূল্যও প্রচুর। হেলেন অফ ট্রয়, আইভরি পার্ল ফন্টেজ, ট্রাইফোল্ড প্রভৃতি ৩,৫০০ এর কাছাকাছি দুষ্প্রাপ্য সব হাতপাখা রয়েছে এই জাদুঘরের সংগ্রহশালায়, এমনটি জানান জাদুঘরের পরিচালক ও কিউরেটর হেলেন আলেকজান্ডার ।

প্যারিসের ড্রেনেজ মিউজিয়াম

আপনি জানেন কি প্যারিস শহরের তলায় রয়েছে আরও একটি প্যারিস? সেখানেই মাইলের পর মাইল রয়েছে রাস্তা, রাস্তার মোড়, গলিপথ। শুধু যা নেই, তা হলো মানুষ। প্যারিসের ঐতিহাসিক নিকাশি ব্যবস্থার এই বর্ণনাই করা হয়েছে ভিক্টর হুগো’র ‘লা মিজারেবল’-এ।

ডেনেজ মিউজিয়ামের অভ্যন্তরীন ব্যবস্থা। Source: Wikimedia

প্যারিসের শহরগুলোতে মধ্যযুগ পর্যন্ত পানীয় জল সরবরাহ করা হতো সেইন (Seine) নদী থেকে। সময়টা ছিল ১১২০ সাল থেকে ১১২৩ সালের মধ্যেই ফ্রান্সের রাজা ফিলিপের রাজত্বকাল। ঐ সময় মানুষের ব্যবহৃত জল আবার গড়িয়ে গিয়ে পড়তো নদীতে। একারণে স্বভাবতই লোকজনের মাঝে পানিবাহিত রোগের প্রকোপ ছিল অনেক বেশি।

পানি নিষ্কাশন ব্যবস্থার নকশা। Source: travelfranceonline.com

রাজা ফিলিপ তখন বিষয়টি নিয়ে মহা চিন্তিত হয়ে পড়লেন। পরবর্তীতে তার নির্দেশেই রাস্তার পাশেই তৈরি হল নর্দমা। তেরো শতক থেকেই প্যারিসে নিষ্কাশন ব্যবস্থার প্রবর্তন। এই ব্যবস্থা অনুসারে পরিকল্পনা করা হয় মানুষের ব্যবহৃত বর্জ্য পদার্থ বা পানি অথবা যেকোনো কিছুই হোক তা যাতে নদীতে গিয়ে না পড়ে।

দর্শকদের জন্য মিউজিয়ামে প্রবেশের পথ। Source: Wikimedia

নেপোলিয়ন বোনাপার্টের সময় প্যারিসে ছিল আরও সুন্দর পদ্ধতি। শহরের তলায় প্রায় ৩০ কিলোমিটার জায়গা জুড়ে ঢাকা দেওয়া অবস্থায় ছিল পয়ঃপ্রনালী ব্যবস্থা।

ফ্রান্সের ড্রেনেজ সিস্টেমের ইতিহাস সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে। Source:sewerhistory.org/

১৮৫০ সালে ইউজিন বেলগ্রান্দ নামের এক ফরাসী প্রকৌশলী আধুনিক নিকাশি ব্যবস্থা চালু করেন। তিনি এমন ব্যবস্থা করলেন যেন মাটির তলা দিয়েই পাইপের মাধ্যমে পানীয় জল এবং নোংরা জল উভয়ই চলাচল করিয়ে নেওয়া সম্ভব। এসব ময়লা, নোংরা পানি শহরের অদূরে এমন জায়গায় ফেলা হতো যাতে লোকারণ্যের কোনো প্রকার ক্ষতি সাধিত না হয়।

১৮৫০ সালে তৈরি ইউজিনের নিকাশি নকশা আজ বেড়ে ২,১০,০০০ কিলোমিটার বিস্তৃত টানেলে রূপান্তরিত হয়েছে। এটি বলতে গেলে পুরো প্যারিসের আনাচে কানাচে বিস্তৃত। এই টানেলগুলো মাটির উপরের রাস্তাঘাটগুলোর সাথে যোগসূত্র রেখেই নকশা করা হয়েছে। এমনকি টানেলগুলো দিয়ে গেলে প্যারিস শহরের যেকোনো বাড়ি শুধুমাত্র নম্বর দেখেই চিহ্নিত করা যাবে। আর বর্তমান যুগে তা আরও আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছে। এসব টানেলের মধ্য দিয়েই ইলেক্ট্রিক লাইন, টেলিযোগাযোগের কেবল নেটওয়ার্ক এগুলোও সংযুক্ত করা হয়েছে।

দর্শনীর বিনিময়ে দর্শকদের জন্য জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা। Source: stumbleabroad.net

প্যরিস শহরকে এত সব কিছুর মাঝেও সুন্দর দেখাতে দিনরাত কাজ করে চলেছেন প্রায় ৮০০-এর অধিক নিকাশিকর্মী। শহরের পরিস্কার-পরিচ্ছন্নতার কোনো অংশেই কমতি নেই যেনো। মাটির উপরের প্যারিসের মতোই মাটির তলার প্যারিস শহর সমানভাবেই পরিপাটি। অনেকেই উৎসুক হতে পারেন মাটির তলার এই প্যারিস শহর ঘুরে দেখতে।

মিউজিয়ামের অভ্যন্তরে দর্শনীয় বিভিন্ন স্থান। Source: stumbleabroad.net

অবাক হওয়ার মতোই ব্যাপার হলো, তলার প্যারিস ঘুরে দেখার জন্যেও রয়েছে সুব্যবস্থা। শুরুর দিকে উৎসুক দর্শকদের খনিতে ব্যবহারের মতো গাড়ির সাহায্যে ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা থাকলেও পরবর্তীতে গন্ডোয়ার মতো নৌকায় চাপিয়ে ঘুরে দেখানোর ব্যবস্থা রাখা হয়। তারপর সে ব্যবস্থাও বন্ধ হয়ে যায়।

জাদুঘরের বাইরের দৃশ্য। Source: parispass.com

প্যারিস নিকাশি জাদুঘর অর্থাৎ Le Musee des Egouts de Paris এ যাবার জন্য সেইন নদীর ধার ঘেঁষে Quaid’ Orsay পার্কটির পাশেই রয়েছে টিকিট কাউন্টার। সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার ছাড়া বাকি পাঁচদিনই সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে। মিউজিয়ামের প্রবেশমূল্য নির্ধারণ হয়েছে চার ইউরো। টিকিট কেটেই যেখানে যাবেন, চোখের সামনেই দেখবেন বিশাল ম্যানহোলের মতো সুড়ঙ্গপথের সিঁড়ি।

বহু শতাব্দীর প্রাচীন প্যারিসের ধীরে ধীরে গড়ে উঠার ইতিহাস সংরক্ষিত রয়েছে এই দুই কিলোমিটারের লম্বা টানেল মিউজিয়ামে। উন্নত প্রযুক্তির অবদান যে কেমন হতে পারে তা ফিল্ম শো, ফটো গ্যালারি, এমনকী শতাব্দী প্রাচীন যন্ত্রপাতি এবং কর্মরত নিকাশি কর্মীদের মূর্তি না দেখলে বিশ্বাস হতেই চাইবে না। মিউজিয়ামটির একেবারে শেষ প্রান্তে রয়েছে বিশেষ আকর্ষণমূলক গিফট শপ। আপনার কোনো কাছের বন্ধু যদি এই মিউজিয়ামটি দেখার সুযোগ না হয়ে থাকে তবে গিফট শপ থেকে তার জন্যে অন্তত মিউজিয়ামের ছোঁয়াটুকু হলেও স্মৃতি হিসেবেই নিয়ে আসতে ভুলবেন না কিন্তু।

This article is in Bengali language. It is about two strange museums- fan museum in Greenwich and sewer museum in Paris.

References:

1. sequinsandcherryblossom.com/2013/04/16/fan-museum-greenwich/
2. handfanmuseum.com/
3. atlasobscura.com/places/paris-sewer-museum
4. travelfranceonline.com/paris-sewers-museum-egouts-history-facts/

Featured Image: ourworldlegends.com

Related Articles